০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কাদেরের ফুসফুসে ইনফেকশন : বিপ্লব বড়ুয়া

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি হন।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা জানতে পেরেছি গত কয়েক দিন ওবায়দুল কাদেরের শ্বাসকষ্টজনিত ও ব্লিডিং ডিফিকাল্ট সমস্যা ছিল। আজ সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এলে শ্বাসকষ্ট সমস্যা তীব্র হয়। ঠাণ্ডাজনিত ও ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে এ সমস্যা হয়েছে। ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন সময়ে আপনাদের সব সমস্যার কথা জানাবেন। আমরা জানতে পেরেছি ওবায়দুল কাদেরের ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যা আছে। ব্লাড প্রেসার আছে। দলের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবার সবার মাঝে ফিরে আসেন। সিসিইউতে বর্তমানে তিনি চিকিৎসাধীন। এখানে কার্ডিওলজিস্ট ও সিনিয়র ডাক্তাররা উপস্থিত আছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই দফতর সম্পাদক বলেন, এখনো বিদেশে নেয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে নেয়ার জন্য সব প্রস্তুতি নেবেন। আমি নিজেও ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তিনি ভালো আছেন। কোনো আশঙ্কা নেই। দ্রুত চিকিৎসার মাধ্যমে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই চেষ্টাই করে যাচ্ছেন ডাক্তাররা।

সূত্র : বাসস

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

কাদেরের ফুসফুসে ইনফেকশন : বিপ্লব বড়ুয়া

প্রকাশিত : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি হন।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা জানতে পেরেছি গত কয়েক দিন ওবায়দুল কাদেরের শ্বাসকষ্টজনিত ও ব্লিডিং ডিফিকাল্ট সমস্যা ছিল। আজ সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এলে শ্বাসকষ্ট সমস্যা তীব্র হয়। ঠাণ্ডাজনিত ও ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে এ সমস্যা হয়েছে। ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন সময়ে আপনাদের সব সমস্যার কথা জানাবেন। আমরা জানতে পেরেছি ওবায়দুল কাদেরের ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যা আছে। ব্লাড প্রেসার আছে। দলের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবার সবার মাঝে ফিরে আসেন। সিসিইউতে বর্তমানে তিনি চিকিৎসাধীন। এখানে কার্ডিওলজিস্ট ও সিনিয়র ডাক্তাররা উপস্থিত আছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই দফতর সম্পাদক বলেন, এখনো বিদেশে নেয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে নেয়ার জন্য সব প্রস্তুতি নেবেন। আমি নিজেও ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তিনি ভালো আছেন। কোনো আশঙ্কা নেই। দ্রুত চিকিৎসার মাধ্যমে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই চেষ্টাই করে যাচ্ছেন ডাক্তাররা।

সূত্র : বাসস

বিজনেস বাংলাদেশ/বিএইচ