প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। গেল কয়েক দিনে বিভিন্ন দেশে সংক্রমণ ছড়ানোয় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এ ভাইরাসের উৎপত্তিস্থল চীনে শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যন্ত ২১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে প্রাণঘাতী ভাইরাস আতঙ্কের মধ্যেই চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩৬১ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আজ শুক্রবারই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। চীন থেকে একটি বিশেষ ফ্লাইটে করে দেশে আনা হবে তাদের। ফ্লাইটটি আজ মধ্যরাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে।
শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের উপস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়। সেই উহান শহরেরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চার থেকে পাঁচশ বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























