আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ওই মেডিকেল বোর্ডের সদস্য কার্ডিওলজিস্ট প্রফেসর এসএম মোস্তফা জামান।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের সামনে মেডিকেল বোর্ডের এই সদস্য সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
এ সময় প্রফেসর এস এম মোস্তফা জামান বলেন, তিনি (কাদের) দুই বার সুপ খেয়েছেন। নেতাকর্মীরা আসছেন, তাদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। আমরা চেষ্টা করছি উনার সঙ্গে কথা না বলতে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে আটকানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন কোনো নেতাকর্মীকে না ঢুকতে দেওয়ার জন্য। আর প্রধানমন্ত্রী নিজেও আজ আর আসবেন না।
মেডিকেল বোর্ডে কে কে আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডে কোনো প্রধান রাখা হয়নি। এক থেকে ১১ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী আছে ১১জন।
ওবায়দুল কাদেরের চিকিৎসার প্রক্রিয়া জানিয়ে এই কার্ডিওলজিস্ট বলেন, আমরা বলতে পারি সকালে তিনি যে অবস্থায় এসেছিলে এখন স্থিতিশীল। আশা করছি আরো স্থিতিশীল হবেন।
তবে যেহেতু হাটের বিষয় আগে একবার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল বাইপাস করা হয়েছে। আজকে সকালেও ওনার ব্লাড প্রেসার অনেক বেশি হয়েছিল। শ্বাসকষ্ট হয়েছিল, আমরা লেসিক একটি ইনজেকশন দিয়ে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ রাখা হয়েছিল। এখন তিনি অবজারভেশনে রয়েছেন।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বরাত দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জানিয়েছেন, আমার (কাদেরের) জন্য চিন্তার কোনো কারণ নেই। আমি একটু বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাব’।
তিনি আরো বলেন, কাদেরের সঙ্গে আমি দেখা করেছি। তিনি ভালো আছেন। আগামীকাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নেতাকর্মীদের মাঠে যাওয়ার জন্য এবং নির্বাচনী কাজ করার জন্য আমার মাধ্যমে কর্মীদের অনুরোধ করেছেন তিনি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।
এসময় তিনি আরো বলেন, ‘বর্তমানে তার স্বাস্থ্যের অবস্থা ভালো আছে। শ্বাসকষ্টের যে সমস্যাটি ছিল তা মেজার করা হয়েছে। ডাক্তাররা বলছেন তিনি আশঙ্কামুক্ত’।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন উনার সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হল বিশ্রাম নেওয়া। বিশ্রাম নিলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে।সুতরাং নেতাকর্মীদের আমি অনুরোধ করব তার সুস্থতার জন্য এখানে ভিড় না করে। তার জন্য দোয়া করা। আজকে সন্ধ্যা নাগাদ বা কাল সকাল নাগাদ উনি রিলিজ পেতে পারেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























