বায়েজীদ বোস্তামি শ্যামল ছায়া আবাসিক এলাকার পিয়ারের কলোনীতে সিএমপি ডিবি (উত্তর) কর্তৃক অভিযান পরিচালনা করে এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভ‚মিদস্যু মিন্টু কে অস্ত্রসহ গ্রেফতার করেন।
আসামী মোঃ মোজাম্মেল হোসেন ( মিন্টু)(৩৫),
নোয়াখালী জেলা সোনাইমুড়ি থানাধীন ১০ নং আমিশা পাড়া ইউনিয়ন বারাহীনগর গ্রামের মৃত আবু তাহের এর ছেলে।
জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম বায়েজীদ বোস্তামী এলাকায় বসবাস করেন। সে এলাকায় গ্রুপিং তৈরি করে নেতৃত্ব দেয় এবং নির্মানাধীন বিল্ডিং হইতে চাঁদাবাজি করে। সে রাজনৈতিক দলের নাম ভাংগিয়ে এলাকায় দাপটের সহিত ত্রাস সৃষ্টি করে অপরাধ মূলক কর্মকান্ড করে।
গত রবিবার রাত সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদ বোস্তামী থানাধীন শ্যামল ছায়া আবাসিক এলাকার পিয়ারের কলোনীতে অভিযান পরিচালনা করে তার হেফাজত ও দখল হইতে ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ, ১টি ছুরি উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে সিএমপি বায়েজীদ বোস্তামী থানায় মাদক, দ্রুত বিচার, চাঁদাবাজী ও মারামারীসহ মোট ৬টি মামলা ও একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া বালু ব্যবসার আড়ালে সে বায়েজীদ বোস্তামী থানাধীন শ্যামল ছায়া ও চন্দ্র নগর এলাকায় চাঁদাবাজি, গ্রুপিং, আধিপত্য বিস্তার ও এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য অন্ত্র প্রদর্শন করে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে। সে কিশোর গ্যাং লিডার। বিভিন্ন বয়সের কিশোরদের সংঘটিত করে কিশোর অপরাধের নেতৃত্ব দেয় বলে এলাকা সূত্রে জানা যায়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক হাসান ইমাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেনসহ মহানগর, ডিবি (উত্তর) এর ৪ নং টিম অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হইতেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















