নওগাঁর আত্রাই উপজেলা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাইসাবাড়ী ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার নওদুলি গ্রামের রফিক উল্লাহের ছেলে রবিউল ইমলাম ওরফে রিপন (৩২) এবং ভরতেঁতুলিয়া গ্রামের আজিজ গাদ্দাফির পালিত ছেলে পারভেজ গাদ্দাফি (২৫)।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, রাতে কাইসাবাড়ী ব্রিজের পাশে অভিযান চালিয়ে রিপন ও পারভেজ গাদ্দাফিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই পাওয়া যায়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।




















