আমি আলো
তাইয়্যেবা রাশেদ
আমি দিন শেষে অন্ধকার
রাতের আকাশের আলো।
আলো হয়ে বেচেঁ আছি
মানবতার মাঝে।
অন্ধকার যখন ঘনীভূত
আমি আলো মূহুর্তেই জ্বলজ্বল।
রাতের কালো কে আমি
করেছি আলো।
আমি দেখা পেয়েছি
অদম্য শক্তির এক আলো।
নেই বিশ্বাসঘাতকতার আশ্রয়
শুধু আলোর প্রতিচ্ছবি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























