সুকান্তের আঠারো নেমে এসেছে এই দেশে।
এবার তোদের নতুন নাটক চলবে কোন বেশে?
স্বাধীনতার কথা বলিস, স্বাধীনতা হরণ করিস।
দম থাকলে এবার অস্ত্র ছাড়া যুদ্ধে নামিস।
হামলা মামলা আটক করবি কত আর বল,
অনেক হয়েছে থাম এবার করবি কত ছল।
বীরের জাতি আমরা রক্ষা করতে জানি দেশ,
ছাত্র – জনতার যুগলবন্দীতে তোরা হবি শেষ।
মেধার মূল্য চেয়েছিলাম এই আমাদের দোষ,
মেধা শূন্য করার চেষ্টায় তোরা হলি দিল খুশ।
পতাকাকে আজ রক্তাক্ত করলি নেই সবুজ আর,
এপারে ওপারে কোথাও তোরা পাবি নাতো পার।
নারীর ক্ষমতা নিয়ে গর্ব করিস ষোলো আনা ,
সন্ত্রাসী দিয়ে করছিস তাদের রাস্তায় লাঞ্চনা।
সূর্যসেন প্রীতিলতা এখনো জেগে আছে বাংলায়,
জেগেছে দেশ তোদের নেই আর কোনো ঠাঁই।
বিজনেস বাংলাদেশ/ফারুক