হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হন। মঙ্গলবার সকালে উপজেলা মহাসড়কের রতনপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মনসিখার গ্রামের বাবুল বেপারীর ছেলে আবু বকর (২৬) ও শরিয়তপুর জেলার গজারিয়া থানার পাচুরকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক এবং হেলপার মারা যান।
শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার আব্দুস সালাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় দিয়ে এসেছি। গুরুতর আহত অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




















