ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক কারবারী চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। তখন তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ফুলপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফুলপুর থানাধীন ফুলপুর টু হালুয়াঘাট পাকা রাস্তায় ফুলপুর উপজেলা সার্ভার স্টেশন সংলগ্ন জনৈক শামসুদ্দিন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফুলপুর উপজেলার মো: সুমন মিয়া (২৫),একই উপজেলার মো: আলমগীর হোসেন (২৯) এবং মো: শাহা আলী (২৮)।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















