সাভার উপজেলার তিনটি পৃথকস্থানে অভিযান চালিয়ে চল্লিশ হাজার পাঁচশত পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পাচঁশত পিসসহ তোফায়েল আহমেদ (৩০), আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিসসহ আমিনুল্লাহ (৩৪) এবং আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আমির হোসেনকে (২০) আটক করা হয়।
এ বিষয়ে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




















