সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা দূর্নীতি মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গত ২ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ হুদার নারাজি আবেদন নামঞ্জুর করে অব্যহতির এ আদেশ দেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত ৪ ডিসেম্বর নাজমুল হুদার করা মামলায় তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন অভিযোগের বিষয়ে কোনো সত্যতা পায়নি বলে একটি অব্যাহতির আবেদন দাখিল করেন। প্রতিবেদনে সিনহাকে অব্যাহতির সুপারিশও করেন তিনি। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন হুদা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অব্যাহতি দেন।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর (২০১৮) শাহবাগ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















