উন্মোচিত হতে যাচ্ছে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রাপ্ক লেখিকা ও সময়ের আলোচিত নায়িকা ও মিষ্টি মারিয়ার অতিপ্রাকৃত রোমান্টিক উপন্যাস ‘অদৃশ্য স্পর্শ’ । বুধবার (১৯ ফেব্রুয়ারি) বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ওইদিন বইমেলায় মুক্তিযুদ্ধ মঞ্চে উন্মোচিত হতে যাচ্ছে মিষ্টির তৃতীয় গ্রন্থ ‘অদৃশ্য স্পর্শ’।
মিষ্টি মারিয়া বিজনেস বাংলাদেশকে বলেন, প্রেম-ভালোবাসা, সেক্স ও ভৌতিক গল্প নিয়ে ‘অদৃশ্য স্পর্শ’ বইটি। সেক্সকে আধুনীক ভাবে বইতে উপস্থাপন করা হয়েছে। যা ইতোমধ্যে আলোচনায় এসেছে এবং প্রচুর বিক্রি হচ্ছে। আগের বইগুলো লিখেছিলাম মনের তাগিদে। এবার লিখলাম পাঠকের পরামর্শে। বই মেলায় ২০৪, ২০৫ ও ২০৬ নং স্টালে মিলবে ‘অদৃশ্য স্পর্শ’ ।
‘অদৃশ্য স্পর্শ’ প্রকাশ করছে প্রতিভা প্রকাশ। মিষ্টি চ্যানেল আইর কর্ণধার ফরিদুর রেজা সাগর ও মো: জহিরুল ইসলাম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ইতোপূর্বে মিষ্টির দুটো উপন্যাস বাজারে এসেছে। ২০১৮ সালের বইমেলায় ‘কন্যা’ ও ২০১৯ সালের বইমেলায় ‘আলেয়া’ গল্পগ্রন্থ নিয়ে হাজির হন মিষ্টি। এর মধ্যে ‘কন্যা’ গ্রন্থের জন্য সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























