০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

পনেরো হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন ‘পাখি’!

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিলেন মধুমিতা। একা একা বেড়াতে যাওয়াই তার নেশা। আর সেই দেশে দিয়ে গিয়ে পনেরো হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন। উচ্ছ্বসিত ‘পাখি’ ওরফে মধুমিতা বলেন, স্বপ্ন ছিল স্কাই ড্রাইভিং করার। সেই স্বপ্ন তাড়া করছিল আমায়। পনেরো হাজার ফুট উঁচু থেকে দিলাম লাফ! কী যে অনুভূতি! বলে বোঝানো যাবে না!

প্রেক্ষাগৃহে চলছে তার ছবি ‘লাভ আজ কাল পরশু’। আর কিছু দিনের মধ্যেই ফ্লোরে আসতে চলেছে মৈনাক ভৌমিকের ছবি ‘মিষ্টি’। মধুমিতা বলেন, কাজের ফাঁকে সোলো ট্রিপে বেড়িয়ে যাব। রক ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং, সারা বিশ্বে এই অ্যাডভেঞ্চার করার স্বপ্নই দেখি আমি।

সিনেমা ছাড়াও এ বছর ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা। ‘দ্য জাজমেন্ট ডে’ ওয়েবসিরিজে স্বাভাবিক অভিনয়ে সকলের নজর কেড়েছেন তিনি। এই সিরিজের জন্য নিজের লুক বদলেছেন অভিনেত্রী। লাল চুল, মোটা করে পরা কাজল, স্টাইলিশ নোজ রিং—যেন এক অচেনা মধুমিতা।

বিজনেস বাংলাদেশ/বিআর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

পনেরো হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন ‘পাখি’!

প্রকাশিত : ০৫:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিলেন মধুমিতা। একা একা বেড়াতে যাওয়াই তার নেশা। আর সেই দেশে দিয়ে গিয়ে পনেরো হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন। উচ্ছ্বসিত ‘পাখি’ ওরফে মধুমিতা বলেন, স্বপ্ন ছিল স্কাই ড্রাইভিং করার। সেই স্বপ্ন তাড়া করছিল আমায়। পনেরো হাজার ফুট উঁচু থেকে দিলাম লাফ! কী যে অনুভূতি! বলে বোঝানো যাবে না!

প্রেক্ষাগৃহে চলছে তার ছবি ‘লাভ আজ কাল পরশু’। আর কিছু দিনের মধ্যেই ফ্লোরে আসতে চলেছে মৈনাক ভৌমিকের ছবি ‘মিষ্টি’। মধুমিতা বলেন, কাজের ফাঁকে সোলো ট্রিপে বেড়িয়ে যাব। রক ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং, সারা বিশ্বে এই অ্যাডভেঞ্চার করার স্বপ্নই দেখি আমি।

সিনেমা ছাড়াও এ বছর ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা। ‘দ্য জাজমেন্ট ডে’ ওয়েবসিরিজে স্বাভাবিক অভিনয়ে সকলের নজর কেড়েছেন তিনি। এই সিরিজের জন্য নিজের লুক বদলেছেন অভিনেত্রী। লাল চুল, মোটা করে পরা কাজল, স্টাইলিশ নোজ রিং—যেন এক অচেনা মধুমিতা।

বিজনেস বাংলাদেশ/বিআর