১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নীলা হারুনের কবিতা ‘দিল্লীদাঙ্গা’

পতাকা টা চিরে দু’ভাগ করে দাও

তোমরা নিও কমলা হলুদ

আমরা নিব সবুজ

মাঝখানে পড়ে থাক সাদা শান্তিবাণ,

রক্তে লাল হয়ে যাক তা,

দাগ লেগে যাক

নির্লজ্জ অন্ধ সমাজে।

অত যদি দাও মসজিদে আগুন,

পোড়াও তবে লালকেল্লা তাজমহল হুমায়ুনের সমাধি-

পোড়াও না কেন?

ওসব রূপিয়া এনে দেয় বলে?

মসজিদে কেউ রূপিয়া ঢালেনা,

ঈশ্বরের রূপিয়ার প্রয়োজন নেই।

আমরা যদি জমিনের সকল সবুজ গাছ

আর ঘাসের দাবি করি রঙ্গের কারণে,

তোমরাও কি পারবে সূর্যটাকে ঢেকে

নিজেদের করে নিতে?

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলা হারুনের কবিতা ‘দিল্লীদাঙ্গা’

প্রকাশিত : ১২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০

পতাকা টা চিরে দু’ভাগ করে দাও

তোমরা নিও কমলা হলুদ

আমরা নিব সবুজ

মাঝখানে পড়ে থাক সাদা শান্তিবাণ,

রক্তে লাল হয়ে যাক তা,

দাগ লেগে যাক

নির্লজ্জ অন্ধ সমাজে।

অত যদি দাও মসজিদে আগুন,

পোড়াও তবে লালকেল্লা তাজমহল হুমায়ুনের সমাধি-

পোড়াও না কেন?

ওসব রূপিয়া এনে দেয় বলে?

মসজিদে কেউ রূপিয়া ঢালেনা,

ঈশ্বরের রূপিয়ার প্রয়োজন নেই।

আমরা যদি জমিনের সকল সবুজ গাছ

আর ঘাসের দাবি করি রঙ্গের কারণে,

তোমরাও কি পারবে সূর্যটাকে ঢেকে

নিজেদের করে নিতে?

বিজনেস বাংলাদেশ/ এ আর