চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বিস্ফোরক ব্যাটিংয়ে সবার নজর কেড়েছেন ভারতের কিশোরী শেফালি ভার্মা। তার স্বীকৃতিস্বরূপ আইসিসি র্যাঙ্কিংয়ে এক লাফে ১৯ ধাপ এগিয়ে একেবারে শীর্ষে উঠে বসেছেন এই বিস্ময়বালিকা।
শেফালির দুর্দান্ত ব্যাটিংয়ে গ্রুপ এ থেকে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে ভারতের মেয়েরা।
নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার সুজি বেটসকে হটিয়ে শীর্ষস্থান দখল করলেন ১৬ বছর বয়সী শেফালি। ২০১৮ সালেল অক্টোবর থেকে শীর্ষে ছিলেন বেটস। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন শেফালি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ বলে ২৯, বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে ৩৯, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪ বলে ৪৬ ও শ্রীলংকার বিপক্ষে ৩৪ বলে ৪৭ রান করেন শেফালি। গ্রুপপর্ব শেষে মোট রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন তিনি। একইসঙ্গে সর্বোচ্চ স্ট্রাইকরেট ধরে রেখেছেন তিনি (সর্বনিম্ন ১০ রান)।
বিজনেস বাংলাদেশ/ আরিফ
























