১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়ে গিয়ে ধরা পড়লেন রোনালদিনহো

ফুটবল খেলা পছন্দ করেন অথচ রোনালদিনহোকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নিজের ফুটবল ক্যারিয়ারে অনেক সুমান কুড়িয়েছেন এই ব্যাজিলিয়ান সুপার ষ্টার। কিন্তু অবসরে এসে কামালেন বদনাম। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন রোনালদিনহো।

বুধবার রাতে হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজ পেয়ে বিশ্বকাপজয়ী এই তারকা ও তার ভাই রবার্তোকে আটক করে প্যারাগুয়ে পুলিশ। খবর ইএসপিএনের

একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্যারাগুয়ে গিয়েছেন রোনালদিনহো। সেখানে হোটেলে উঠার পর কর্মকর্তারা কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে জাল পাসপোর্ট পেয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবর

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান এবং জন্মতারিখ-সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লিখে বদল করা হয়েছে। ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন রোনালদিনহো।

দেশটির লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। জরিমানা দিতে না পারায় তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

যদিও প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকলিডস একেভেডো জানিয়েছেন, রোনালদিনহোকে আটক করা হয়নি, তার বিষয়ে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, তারা আটক হননি। তারা বিচারিক তদন্তে আছেন এবং তাদের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তাদের আটক করা হবে কি হবে না।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়ে গিয়ে ধরা পড়লেন রোনালদিনহো

প্রকাশিত : ১২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

ফুটবল খেলা পছন্দ করেন অথচ রোনালদিনহোকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নিজের ফুটবল ক্যারিয়ারে অনেক সুমান কুড়িয়েছেন এই ব্যাজিলিয়ান সুপার ষ্টার। কিন্তু অবসরে এসে কামালেন বদনাম। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন রোনালদিনহো।

বুধবার রাতে হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজ পেয়ে বিশ্বকাপজয়ী এই তারকা ও তার ভাই রবার্তোকে আটক করে প্যারাগুয়ে পুলিশ। খবর ইএসপিএনের

একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্যারাগুয়ে গিয়েছেন রোনালদিনহো। সেখানে হোটেলে উঠার পর কর্মকর্তারা কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে জাল পাসপোর্ট পেয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবর

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান এবং জন্মতারিখ-সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লিখে বদল করা হয়েছে। ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন রোনালদিনহো।

দেশটির লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। জরিমানা দিতে না পারায় তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

যদিও প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকলিডস একেভেডো জানিয়েছেন, রোনালদিনহোকে আটক করা হয়নি, তার বিষয়ে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, তারা আটক হননি। তারা বিচারিক তদন্তে আছেন এবং তাদের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তাদের আটক করা হবে কি হবে না।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ