০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

অভিনয় দিয়ে আলো ছড়াতে চান – ইভান

অভিনয় জগতে এখন নতুন মুখের আনাগোনা অনেক। নিয়মিত আসছে অনেক নতুন মুখ, নতুন তারকা।  আশা জাগিয়ে আবার হারিয়েও যাচ্ছেন অনেকেই। কারণ, অনলাইনের এই যুগে হুট করেই অনেকেই রাতারাতি তারকা বনে গেলেও পুরনো সব দক্ষ তারকা অভিনয় শিল্পীদের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে কঠোর পরিশ্রম, সাধনা ও অভিনয়ের দক্ষতা প্রয়োজন। যা নতুনদের ভিতরে অনেকেরই থাকছেনা। তবে তার মাঝেও নিজের আলো ছড়িয়ে দিচ্ছেন কিছু কিছু মেধাবী মুখ। নিজের মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে জায়গা করে নিচ্ছেন মিডিয়া অঙ্গনে। তেমনি এক মেধাবী তরুণ অভিনেতা ইভান সাইর। দুচোখ ভরা তার আগামীর শক্তিমান অভিনেতা হওয়ার দূরন্ত স্বপ্ন। আর সেই স্বপ্নকে পূঁজি করেই তার এগিয়ে চলা।

মিডিয়ায় পা রেখেছিলেন একটি বেসরকারি এফএম রেডিও দিয়ে। শুরুতে আউটডোর ব্রডকাস্টার। তারপর আরজে, টেলিভিশন উপস্থাপনা, ইভেন্ট ও স্টেজ উপস্থাপনা করেছেন দীর্ঘদিন। এরপর নাম লেখান  অভিনয় জগতে। আর অভিনয়ে আসার সাথে সাথেই নিজের অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নির্মাতাদের দৃষ্টি কাড়েন ইভান। পান একের পর এক অভিনয়ের প্রস্তাব। এরই মধ্যে ২০-২৫ টিরও বেশী টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন অনেকগুলো শর্টফিল্ম ও টেলিফিল্মে। এপর্যন্ত তার সবগুলো কাজ মিলিয়ে কাজের সংখ্যা প্রায় ৫০ টির মতো। ইভান অভিনীত সবগুলো কাজের ভিতরে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘এল ক্লাসিকো লাভ’, ইয়ামিন ইলান পরিচালিত ‘স্মারক’, আলিফ আহমেদ ও শাহরিয়ার শাওন পরিচালিত ‘গল্পটা আমাদের’, ‘বাই দ্যা ওয়ে’ অন্যতম। এছাড়াও আরো বেশ কিছু কাজ রয়েছে যেগুলোও বেশ দর্শকপ্রিয়।

বর্তমানে অনেকগুলো  কাজ হাতে রয়েছে ইভান সাইরের। এরই মাঝে অবশ্য বেশ কিছু কাজের শুটিং শেষ হয়েছে। যেগুলো সম্পাদনার টেবিলে রয়েছে। বলতে গেলে দারুণ ব্যস্ত সময় পার করছেন মেধাবী এই তরুণ। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে একদিন বড় পর্দাতেও অভিনয় করতে চান ইভান। আর তাই নিজেকে প্রতিনিয়ত সেভাবেই তৈরি করছেন ইভান। সম্প্রতি তিনি কলকাতার বিখ্যাত অভিনয় স্কুল ‘পাঠশালা’ তে বিশিষ্ট অভিনেতা ও গুণী চলচ্চিত্র নির্মাতা বিশ্বরূপ বিশ্বাস এর কাছে অভিনয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে এসেছেন বলে জানালেন।

নিজের কাজের ব্যাপারে জানতে চাইলে ইভান বললেন- আমি মনে প্রানে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে গড়ে তুলতে চাই। আর তাই সংখ্যার চেয়ে কাজের মানের দিকে নজর রাখছি বেশি। বেশকিছু উল্লেখযোগ্য কাজ হাতে নিয়েছি ইনশাআল্লাহ্। শুধু এইটুকু বলবো, আমরা যারা নতুনরা চেষ্টা করে যাচ্ছি, আমাদেরকেও যোগ্যতা অনুযায়ী সমর্থন করুন, গঠনমূলক সমালোচনা করুন। পাশে থাকুন। দর্শক শ্রোতাদের জন্য ভালোবাসা। আর হ্যাঁ, করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।

ইভান সাইর অভিনয়ের পাশাপাশি এখনো আরজের যায়গাটা ধরে রেখেছেন রেডিও ধ্বনিতে। এখানে প্রতি বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ‘ইভানের সাথে আড্ডা’ নামে একটি শো করেন তিনি। পাশাপাশি টুকটাক লেখালিখি ও বিভিন্ন কাজের কণ্ঠ দেয়া চালিয়ে যাচ্ছেন প্রতিভাবান এই তরুণ। যেতে চান অনেক দূরে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী

অভিনয় দিয়ে আলো ছড়াতে চান – ইভান

প্রকাশিত : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

অভিনয় জগতে এখন নতুন মুখের আনাগোনা অনেক। নিয়মিত আসছে অনেক নতুন মুখ, নতুন তারকা।  আশা জাগিয়ে আবার হারিয়েও যাচ্ছেন অনেকেই। কারণ, অনলাইনের এই যুগে হুট করেই অনেকেই রাতারাতি তারকা বনে গেলেও পুরনো সব দক্ষ তারকা অভিনয় শিল্পীদের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে কঠোর পরিশ্রম, সাধনা ও অভিনয়ের দক্ষতা প্রয়োজন। যা নতুনদের ভিতরে অনেকেরই থাকছেনা। তবে তার মাঝেও নিজের আলো ছড়িয়ে দিচ্ছেন কিছু কিছু মেধাবী মুখ। নিজের মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে জায়গা করে নিচ্ছেন মিডিয়া অঙ্গনে। তেমনি এক মেধাবী তরুণ অভিনেতা ইভান সাইর। দুচোখ ভরা তার আগামীর শক্তিমান অভিনেতা হওয়ার দূরন্ত স্বপ্ন। আর সেই স্বপ্নকে পূঁজি করেই তার এগিয়ে চলা।

মিডিয়ায় পা রেখেছিলেন একটি বেসরকারি এফএম রেডিও দিয়ে। শুরুতে আউটডোর ব্রডকাস্টার। তারপর আরজে, টেলিভিশন উপস্থাপনা, ইভেন্ট ও স্টেজ উপস্থাপনা করেছেন দীর্ঘদিন। এরপর নাম লেখান  অভিনয় জগতে। আর অভিনয়ে আসার সাথে সাথেই নিজের অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নির্মাতাদের দৃষ্টি কাড়েন ইভান। পান একের পর এক অভিনয়ের প্রস্তাব। এরই মধ্যে ২০-২৫ টিরও বেশী টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন অনেকগুলো শর্টফিল্ম ও টেলিফিল্মে। এপর্যন্ত তার সবগুলো কাজ মিলিয়ে কাজের সংখ্যা প্রায় ৫০ টির মতো। ইভান অভিনীত সবগুলো কাজের ভিতরে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘এল ক্লাসিকো লাভ’, ইয়ামিন ইলান পরিচালিত ‘স্মারক’, আলিফ আহমেদ ও শাহরিয়ার শাওন পরিচালিত ‘গল্পটা আমাদের’, ‘বাই দ্যা ওয়ে’ অন্যতম। এছাড়াও আরো বেশ কিছু কাজ রয়েছে যেগুলোও বেশ দর্শকপ্রিয়।

বর্তমানে অনেকগুলো  কাজ হাতে রয়েছে ইভান সাইরের। এরই মাঝে অবশ্য বেশ কিছু কাজের শুটিং শেষ হয়েছে। যেগুলো সম্পাদনার টেবিলে রয়েছে। বলতে গেলে দারুণ ব্যস্ত সময় পার করছেন মেধাবী এই তরুণ। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে একদিন বড় পর্দাতেও অভিনয় করতে চান ইভান। আর তাই নিজেকে প্রতিনিয়ত সেভাবেই তৈরি করছেন ইভান। সম্প্রতি তিনি কলকাতার বিখ্যাত অভিনয় স্কুল ‘পাঠশালা’ তে বিশিষ্ট অভিনেতা ও গুণী চলচ্চিত্র নির্মাতা বিশ্বরূপ বিশ্বাস এর কাছে অভিনয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে এসেছেন বলে জানালেন।

নিজের কাজের ব্যাপারে জানতে চাইলে ইভান বললেন- আমি মনে প্রানে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে গড়ে তুলতে চাই। আর তাই সংখ্যার চেয়ে কাজের মানের দিকে নজর রাখছি বেশি। বেশকিছু উল্লেখযোগ্য কাজ হাতে নিয়েছি ইনশাআল্লাহ্। শুধু এইটুকু বলবো, আমরা যারা নতুনরা চেষ্টা করে যাচ্ছি, আমাদেরকেও যোগ্যতা অনুযায়ী সমর্থন করুন, গঠনমূলক সমালোচনা করুন। পাশে থাকুন। দর্শক শ্রোতাদের জন্য ভালোবাসা। আর হ্যাঁ, করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।

ইভান সাইর অভিনয়ের পাশাপাশি এখনো আরজের যায়গাটা ধরে রেখেছেন রেডিও ধ্বনিতে। এখানে প্রতি বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ‘ইভানের সাথে আড্ডা’ নামে একটি শো করেন তিনি। পাশাপাশি টুকটাক লেখালিখি ও বিভিন্ন কাজের কণ্ঠ দেয়া চালিয়ে যাচ্ছেন প্রতিভাবান এই তরুণ। যেতে চান অনেক দূরে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ