দক্ষিণ আফ্রিকা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ফেরা তরুণরা ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন। রোববার দারুণ পারফরম্যান্স দেখিয়ে মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান ও অভিষেক দাসরা হারিয়ে দিয়েছেন শক্ত প্রতিপক্ষ রূপগঞ্জকে। সোমবার মোহামেডানকে হারিয়ে দিয়েছেন যুবাদলের তানজিদ তামিম-তৌহিদ হৃদয়রা। মোহামেডানের দেওয়া ২৫৮ রান তাড়া করে শাইনপুকুর জয় তুলে নিয়েছে ৫ উইকেটে।
প্রথমে ব্যাট করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে ২৫৭ রান তোলে। তাদের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই সেট হয়ে আউট হন। ওপেনার অভিষেক মিত্র ২৯ ও আব্দুল মাজিদ ৪২ রান করে আউট হন। ইরফান শক্কুর করেন ৪৬ রান। চারে নেমে শামসুর রহমান করেন ২৫ রান। পাঁচে নামা মাহমুদুল হাসান ৫৮ রান করেন। এছাড়া শুভাগতর ব্যাট থেকে আসে ৩১ রান।
জবাবে তরুণ দল গড়া শাইনপুকুরের দুই ওপেনার তানজিম হাসান তামিম ও সাব্বির হোসাইন ভালো শুরু করেন। ২৩ বছরের সাব্বির দলের হয়ে ২৫ রান করেন। দলকে পঞ্চাশ ছাড়ানো জুটি এনে দেন। অন্য ওপেনার তানজিদ তামিম করেন দু্ই ছক্কা ও তিন চারে ৫৯ রান। এছাড়া তিনে নামা রবিউল ইসলাম ৫৪ রান করেন।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা বগুড়ার তৌহিদ হৃদয় শাইনপুকুরকে নেতৃত্ব দিচ্ছেন। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে নেতৃত্বের শুরুতেই দলকে জয় এনে দিলেন তিনি। ব্যাট হাতে হৃদয় করেন ৫০ রান। মাত্র একটি চার মেরে ওই রান করেন তিনি। শাইনপুকুরের উইকেটরক্ষক মাহিদুল আকন করেন ৪৭ রান। তাদের ব্যাটে ভর করে শেষ ওভারে জয় তুলে নেয় শাইনপুকুর।
বিজনেস বাংলাদেশ/ এ আর