কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত গ্রামের উত্তর পাড়া রেড ক্রিসেন্ট হাসপাতালের পাশে তাজুল ইসলামের মুদি দোকান থেকে ৬ টি ১ হাজার টাকার জাল নোটসহ তিন জনকে বৃহস্পতিবার সকালে আটক করেছে বুড়িচং থানার এসআই বিনোদ দস্তগির ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলো উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ রবি উল্লাহ (৩২) এবং দক্ষিণ শ্যামপুর (মধ্যপাড়া কাদের চেয়ারম্যানের বাড়ী) গ্রামের মোঃ সুজন (২২)। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক পিপিএম জানান, জাল নোটসহ তাদেরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান