২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশে যোগদান করেন স্বামী সুদীপ কুমার চক্রবর্তী ও স্ত্রী সুনন্দা রায়। গতকাল বৃহস্পতিবার একসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন এ দম্পতি।
সুদীপ কুমার বর্তমানে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বিশেষ সহকারী কর্মকর্তা ও সুনন্দা রায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত।
স্বামী-স্ত্রীর একসঙ্গে পদোন্নতির বিষয়ে সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘এটা অন্য রকম ভালোলাগার মূহূর্ত। দু’জনের একসঙ্গে পুলিশ সুপার হতে পারা অত্যন্ত আনন্দের।’
অন্যদিকে সুনন্দা রায় জানান, মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে বাবা ও ভাইয়ের অনুপ্রেরণায় তিনি পুলিশে আসেন। সারাজীবন সততার সঙ্গে সাধারণ মানুষের জন্য কিছু করতে চান।
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন সুদীপ কুমার। আর সুনন্দা রায়ের পড়াশোনা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
২০০৫ সালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় দু’জনের পরিচয় ও প্রণয়। অতঃপর পরিণয়, যাকে বলে মধুরেণ সমাপয়েৎ। ২০০৮ সালে বিয়ে করেন সুদীপ-সুনন্দা। আলোকিত এ দম্পতির দুই মেয়ে।
বড় মেয়ে শিঞ্জনের বয়স নয় বছর, ছোট মেয়ে গুঞ্জনের বয়স আড়াই বছর। ২০০৯ সালে ২৪তম বিসিএসের সব ক্যাডার অফিসারকে নিয়ে ৪৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রথম হন সুদীপ। এ জন্য তিনি পান রেক্টর মেডেল। ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দ্বিতীয় হন সুনন্দা।




















