সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটো চাষে ব্যাপক সাফল্য পেয়েছে এখানকার কৃষকেরা। টমেটো চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক মো. মেহেদী হাসান। উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় ৬০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন তিনি।
টমেটো চাষি মেহেদী হাসান বলেন, ১০ বছর ধরে কৃষি কাজের সাথে জড়িত। মৌসুমে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে আসছি। তবে গত বছর অল্প জমিতে টমেটো চাষ করে ভালো ফলন দেখতে পাই। এ বছর জমি বর্গা নিয়ে ৬০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। গত ৪ মাস আগে কৃষি অফিসের পরামর্শে বীজ ও সার দিয়ে এই টমেটো চাষ শুরু করি। টমেটো গাছের চারা লাগানোর ৪ মাসের মাথায় ফলন এসেছে। প্রতিটি গাছেই এখন থোকায় থোকায় ধরে রয়েছে টমেটো। ফলন অনেক ভালো। বাজারে এখন টমেটোর অনেক চাহিদা। আড়তে প্রতি কেজি টমেটোর দাম ৪০ থেকে ৪৫ টাকা করে পাচ্ছি। এছাড়া খুচরা প্রতি কেজি টমেটোর দাম ৬০ টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে উৎপাদিত টমেটো বতর্মানে পাইকারী ১ হাজার ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১৬০০ টাকা মণ দরে টমেটো বিক্রি হচ্ছে।
ব্রজবালা গ্রামের টমেটো চাষী নুরনবী জানান, অন্যান্য বছরের তুলনায় এবার টমেটোর ফলন ভাল হয়েছে। ভালো দামেও টমেটোর বিক্রি করতে পারছি। তাই আমরা খুশি। প্রতি বিঘায় টমেটো ১৫০ থেকে ২০০ মণ উৎপাদিত হচ্ছে।
অপর টমেটো চাষী জহুরুল জানান, আমি গত ৭ বছর যাবৎ জমিতে টমেটো চাষ করছি। শীতকালীন সময়ে টমেটো চাষ করে আমি বেশ লাভবান হয়েছি। খরচের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ওষুধ ও শ্রমিক খরচসহ ১ বিগা জমিতে টমেটো চাষে খরচ হয়েছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। আশা করছি এই জমিতে অন্তত ১০০ থেকে ১৫০ মণ টমেটোর ফলন হবে। যা বাজারে প্রায় এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা যাবে। এতে করে খরচ বাদে এ বছর এই টমেটো থেকে প্রায় এক লাখ টাকার মতো লাভবান হবো ইনশাআল্লাহ।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় ২৫ হেক্টর জমিতে টমেটোর চাষাবাদ হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা শতভাগ অর্জন করেছি। এই অঞ্চলের কৃষকেরা টমেটো, ফুলকপি, বাধাকপি, শাকসবজি উৎপাদন করে থাকেন। গাঁড়াদহ ইউনিয়নের সবজি শুধু শাহজাদপুর উপজেলায় নয় দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। শাহজাদপুর উপজেলায় যে সকল কৃষকেরা টমেটোর চাষাবাদ করেছেন এই টমেটো থেকে প্রায় কৃষকেরা ৫০ লাখ টাকা অর্জন করতে পারবেন। এই অঞ্চলে টমেটো বেশি চাষাবাদ হচ্ছে বি এল ৬৪২, বাহভলি,বিপুল প্লাস,বিউটি প্লাস,যা উন্নত মানের টমেটো উৎপাদন হচ্ছে। আমাদের একান্ত প্রচেষ্টায় আমাদের মাঠকর্মীদের একান্ত প্রচেষ্টায় শাহজাদপুর উপজেলায় আমরা শাক সবজিতে আরো সমৃদ্ধ হওয়ার চেষ্টায় আছি।
ডিএস./





















