বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশী। আমরা দেশে বেকার রাখতে চায় না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধা সম্পন্ন জাতি গড়তে চায়। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়বো।কুষ্টিয়ায় ১১ দলের নির্বাচনী জনসভায় হাজার হাজার জনতার জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গনতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার,জামায়াতের কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন,
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম,
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু,এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী,বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, শিবিরের কুষ্টিয়া শহর সভাপত আবু ইউসুফ।
প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বলেন, কুষ্টিয়ার বৃহত্তর চালের মোকাম থেকে ট্রাকে করে চাল পরিবহনের সময় কারা চাঁদাবাজি করছে তা আমরা জানি। বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ ১১ দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম, ঘাটঘাট দখল সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশ থেকে চিরতরে বিদায় করা হবে।এদেশের মানুষ নির্বিঘ্নে চলাচলসহ শান্তিতে যাতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ইনসাফের রাজনীতি করে। আমরা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিতে চায় না। তিনি আরো বলেন এদেশের যুব সমাজ কে বেকার মুক্ত করতে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে যুবসমাজ বিপথগামী না হয়।
পরিচালনা করেন জামায়াতের ও শহর আমীর এনামুল হক।
কুষ্টিয়ার জনসভা শেষে ডাঃ শফিকুর রহমান মেহেরপুর জেলা জামায়াতের জনসভায় যোগ দেয়ার উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে বিদায় নেন। তিনি সোমবার মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদা জেলা জামাতের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ডিএস./






















