০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আতশবাজি ও ফানুস উড়িয়ে ঢাবিতে বিজয় উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আতশবাজি, ফানুস ওড়ানো, মশাল মিছিলসহ নানা আয়োজনে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪৬ বছর পূর্তি উদযাপন করেছে।

বিজয় উদযাপনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে টিএসসি চত্বর ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়। রাত ১১টা ৫৯ মিনিটে রাজু ভাস্কর্য চত্বরে আতশবাজিতে বিজয় উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠন।

আকাশে একটির পর একটি আতশবাজির আলোর ফুলঝুরি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মানুষ। একই সময়ে টিএসসিতে ফানুস উড়িয়ে ও প্রদীপ জ্বালিয়ে বিজয় উপযাদপন করে শিক্ষার্থীরা। পরে বিভিন্ন সংগঠন বিজয় মিছিল বের করে।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা বিজয় উদযাপন করছি। সাধারণ দর্শনার্থীরা বলেন, নতুন প্রজন্মদের বিজয় দিবস সম্বন্ধে জানার জন্যে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের বিজয় অর্জন করতে হয়েছিল। তাই আমরা সবাই এখানে এসেছি বিজয় উদযাপন করতে।

উল্লেখ্য,আজ বিজয় দিবসকে কেন্দ্র করে দিনটিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচীর আয়োজন করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

আতশবাজি ও ফানুস উড়িয়ে ঢাবিতে বিজয় উদযাপন

প্রকাশিত : ১২:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আতশবাজি, ফানুস ওড়ানো, মশাল মিছিলসহ নানা আয়োজনে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪৬ বছর পূর্তি উদযাপন করেছে।

বিজয় উদযাপনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে টিএসসি চত্বর ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়। রাত ১১টা ৫৯ মিনিটে রাজু ভাস্কর্য চত্বরে আতশবাজিতে বিজয় উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠন।

আকাশে একটির পর একটি আতশবাজির আলোর ফুলঝুরি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মানুষ। একই সময়ে টিএসসিতে ফানুস উড়িয়ে ও প্রদীপ জ্বালিয়ে বিজয় উপযাদপন করে শিক্ষার্থীরা। পরে বিভিন্ন সংগঠন বিজয় মিছিল বের করে।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা বিজয় উদযাপন করছি। সাধারণ দর্শনার্থীরা বলেন, নতুন প্রজন্মদের বিজয় দিবস সম্বন্ধে জানার জন্যে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের বিজয় অর্জন করতে হয়েছিল। তাই আমরা সবাই এখানে এসেছি বিজয় উদযাপন করতে।

উল্লেখ্য,আজ বিজয় দিবসকে কেন্দ্র করে দিনটিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচীর আয়োজন করেছে।