কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বেইলি ব্রিজে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে খাদে পড়ে আট মুক্তিযোদ্ধাসহ নয়জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবু ইউসুফ সরকার নামে এক মুক্তিযোদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুর থেকে উলিপুরে যাওয়ার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলা প্রশাসনের আমন্ত্রণে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই, মাস্টারপাড়া, পাঁচপীর, যমুনা এলাকার মুক্তিযোদ্ধারা পাঁচপীর বাজার থেকে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে দুর্গাপুর বেইলি ব্রিজের কাছে অটোরিকশাটি উল্টে যায়। এতে আট মুক্তিযোদ্ধাহস মোট নয়জন আহত হন।
আহতরা হলেন, দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুল জব্বার (৬৮), রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আব্দুস সাত্তার (৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোরিকশা চালক আব্দুর রশীদ (২৭)।
এ খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ, সাবেব জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুক হাসপাতালে আহতদের দেখতে যান।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিৎকিসক ডা. শাহিনুর সরদার শিপন বলেন, সড়ক দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়াও উন্নত চিকিৎসার জন্য একজনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে অটোরিকশার চালকসহ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ডা. শাহিনুর সরদার।




















