বিজয়ের ৪৭ বছরেও ঘড়যন্ত্রকারী ও দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে। এসব সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোন মূল্যে রুখে দিতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনার থেকে বিজয় স্কেটিং র্যালী উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের যারা কুশীলব মুক্তিযোদ্ধারা এখন অনেকেই বয়োবৃদ্ধ। তারা যে চেতনা ও উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছিলেন তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান প্রজন্মের তরুন যোদ্ধাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকেই প্রতিহত করে চলার পথকে কন্ঠকমুক্ত করতে হবে এই প্রজন্মের যোদ্ধাদের।
সার্চ স্কেটিং ক্লাবের শতাধিক স্কেটার আজ দীর্ঘ ৩৫ কিলোমিটার স্কেটিং করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওয়ানা দেয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম এবং সার্চ স্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটি উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর সবুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি জিহাদুর রহমান জিহাদ, সহ-সভাপতি মিজান রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের এবং সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলম এ সময় বক্তব্য রাখেন।
শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে রাষ্ট্রীয় শক্তি ছিল সাম্প্রদায়িক। কিন্তু জনগণ ছিল অসাম্প্রদায়িক। বিজয়ের ৪৬ বছর পর এখন রাষ্ট্রীয় শক্তি অসাম্প্রদায়িক হয়েছে। কিন্তু জনগণের একটি বড় অংশ সাম্প্রদায়িক ও পশ্চাৎপদ রয়ে গেছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্টিত। কিন্তু স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি নানাভাবে মুক্তিযুদ্ধের এই বাংলাদেশকে পেছনে নেয়ার চক্রান্ত করছে। এ ব্যাপারে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।




















