টি-টেন লিগে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সাকিব আল হাসানের দল কেরালা কিংস ও টিম শ্রীলঙ্কা। এলিমিনেটর এ ম্যাচে টিম শ্রীলঙ্কা ক্রিকেটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের কেরালা কিংস।
প্রথমে ব্যাট করে কেরালা কিংসকে ১১৩ রানের লক্ষ্য দেয় টিম শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে ৫ ওভার খেলতেই বৃষ্টি হানা দেয়।
বৃষ্টির কারণে দুই ওভারের পাশাপাশি কেরালা লক্ষ্য কমিয়ে দেয় ১২ রান। এতে তাদের টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৯১ রান।
ওপেনার চ্যাদউইক ওয়ালটন অপরাজিত ৪৭ রান ও কাইরন পোলার্ডের অপরাজিত ৪০ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কেরালা।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে টিম শ্রীলঙ্কা। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান করে দিনেশ চান্দিমালরা।
দুবাইয়ের শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। এর আগে দিনের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় তামিম ইকবালের পাখতুন।


























