০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে প্রেমিকের হাতে প্রেমিকা খুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে মুন্নি আক্তার (১৯) নামের দশম শ্রেণির এক ছাত্রী তার কথিত প্রেমিকের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত ৮টায় দিরাই পৌর এলাকার মাদানী মহল্লায় মুন্নি আক্তারকে তার নিজ বাসায় ঢুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে কথিত প্রেমিক এহিয়া। এহিয়ার বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের শাকিতপুর গ্রামে।

পুলিশ জানায়, এহিয়ার সাথে মুন্নি আক্তারের প্রেমর সস্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে টানাপড়েন সৃষ্টি হলে বিক্ষুব্ধ হয় এহিয়া। এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে মুন্নির বাসায় ঢুকে তাকে অতর্কিত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এর কিছুক্ষণ পর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুন্নির।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সুনামগঞ্জে প্রেমিকের হাতে প্রেমিকা খুন

প্রকাশিত : ১১:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে মুন্নি আক্তার (১৯) নামের দশম শ্রেণির এক ছাত্রী তার কথিত প্রেমিকের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত ৮টায় দিরাই পৌর এলাকার মাদানী মহল্লায় মুন্নি আক্তারকে তার নিজ বাসায় ঢুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে কথিত প্রেমিক এহিয়া। এহিয়ার বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের শাকিতপুর গ্রামে।

পুলিশ জানায়, এহিয়ার সাথে মুন্নি আক্তারের প্রেমর সস্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে টানাপড়েন সৃষ্টি হলে বিক্ষুব্ধ হয় এহিয়া। এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে মুন্নির বাসায় ঢুকে তাকে অতর্কিত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এর কিছুক্ষণ পর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুন্নির।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।