ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।রবিবার ভোর ৫টা থেকে কাঁঠালবাড়ী ঘাটে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে চারটি ফেরি। এছাড়া মাঝ পদ্মায় নোঙর করে আছে তিনটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ভোরে কুয়াশা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, এসময় মাঝ পদ্মায় উভয়ঘাটের উদ্দেশে যাওয়া তিন থেকে চারটি ফেরি নোঙর করে আছে।




















