সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমিকের ছুরিকাঘাতে মুন্নি আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী খুন হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দিরাই পৌর এলাকার মাদানী মহল্লায় এ ঘটনা ঘটে।
মুন্নি মাদানী মহল্লার হিফজুর রহমানের মেয়ে। সে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
পুলিশ জানায়, মুন্নির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের ইয়াহিয়ার। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হলে ক্ষুব্ধ হন ইয়াহিয়া। এরই জেরে রাতে মুন্নির বাসায় ঢুকে তাকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মুন্নির মারা যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে এই হত্যাকাণ্ড হয়েছে।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।




















