স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে তিনি বদলে দেবেন। তিনি আজ সফল হয়েছেন। যেদিকে তাকান শুধু উন্নয়ন আর উন্নয়ন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের কোন সমস্যা থাকবে না।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো জয়যুক্ত করুন। আলোকিত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবারো জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গি বাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। তাই জঙ্গি দমন সম্ভব হয়েছে। জঙ্গিবাদের ষড়যন্ত্র থেকে দেশ রক্ষা পেয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসানের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সাবেক সংসদ সদস্য শাফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য ময়ন উদ্দীন মিয়াজী, সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া ও মহেশপুর পৌর সভার মেয়র আব্দুর রশিদ খান।




















