টি-১০ ক্রিকেটের সেমিতে মারাঠা এরাবিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে সাকিব-আফ্রিদির কেরালা কিংস। রোববার (১৭ ডিসেম্বর ) রাত সাড়ে ৭টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটিতে মারাঠা এরাবিয়ান্সের হয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক কামরান আকমল ও হেলস।
ব্যাট হাতে নেমে হেলসে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে এরাবিয়ান্স। মাত্র ৩১ রানে ৬ উইকেট হারিয়ে তারা চরম বিপদে পরে।
শেষ পর্যন্ত তারা ১০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে । ৯৮ রানের টার্গেটে খেলতে নেমে সাকিবরা শ্বাসরুদ্ধকর মাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। কেরালা কিংসের পক্ষে মরগান ৫৩ রান করেন।
মজার বিষয় হচ্ছে গতকালের মত আজকেও সাকিব বল করার সুযোগ পাননি। তবে দলের জয়ের জন্য যখন ৪ রান দরকার তখন ব্যাট করার সুযোগ পান সাকিব। তবে দুর্ভাগ্য জনকভাবে সাকিব কোন রান না নিয়েই রান আউট হয়ে ফিরে যান। শেষ ওভারে ৬ বলে ৪ রান দরকার ছিল কেরালার। তবে প্রথম বলে চার মেরে জয় উদযাপন করেন রোহান মোস্তফা। কেরালা কিংস শেষ ৭ বলে ৪ উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের ফলে সাকিবরা এই আসরের ফাইনালে চলে গেল।
টি-টেন ক্রিকেট লিগের সেমিফাইনালে পরবর্তী পাঞ্চাব লিজেন্ডেসের মুখোমুখি হবে আফ্রিদি-তামিমদের পাখতুনস। এই ম্যাচের বিজয়ীর সাথে ফাইনালে লড়বে সাকিবরা। যেটা এই ম্যাচের পরেই রাত ১০ টায় শুরু হওয়ার কথা। পরবর্তী আপডেটের জন্য গো নিউজের সাথেই থাকুন।


























