কুমিল্লার বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন বালিখাড়া গ্রামের নতুন করে ২৪ বছরের সাথী অাক্তার নামে নারীর অাক্রান্ত হওয়ার পর এবার তার ছেলে শিশু সন্তান মো: মাহাতাব আহমেদসহ আক্রান্ত হয়েছে । তার বয়স ২ বছর ২ মাস। বিভিন্ন এলাকা থেকে করোনার ভাইরাসের ১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরণ করার পর পরিক্ষায় সাথী অাক্তারের প্রজেটিভ অাসার পর অাবার তার শিশু সন্তানেরও নমুনা পরিক্ষায় প্রজেটিভ এসেছে।
(১৫ এপ্রিল ২০২০) বুধবার সন্ধ্যায় ৬ ঘটিকায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু।
এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বালিখাড়া গ্রামে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে । ময়নামতি ইউনিয়নের জিয়াপুর পুরো গ্রাম লকডাউন করা অাছে।
কিছুদিন অাগে দাদী ও মৃত আবদুল কাদির ড্রাইভারের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা করোনা ভাইরাস হাসপাতালে ইন্তিকাল করেছেন। নিহতের মৃতদেহ গ্রামের বাড়ীতে আনতে দেয়নি কুর্মিটোলা হাসপাতাল কতৃপক্ষ। মৃত দেহ আনজুমানে মফিজুল ইসলামের দায়িত্বে দাফন করা হয়েছে । এর কিছু দিন পরে তার নাতী দুই শিশু করোনায় আক্রান্
এ পর্যন্ত বুড়িচং উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এক নারী,আক্রান্ত আছে ৩ শিশু ও ২ নারী।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















