যশোরের অভয়নগর উপজেলার তালতলায় দুর্বৃত্তের লাঠির আঘাতে হাবিবুর রহমান ওরফে হবি (৫৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তালতলার পাথরঘাটে এই ঘটনা ঘটে।
হবি অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের মুজিবর রহমানের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ব্যবসায়ী আব্দুর রহিম জানান, রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানের নৈশপ্রহরী হবি কর্তব্যরত ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা পাশের মুদি দোকান জয়নাল স্টোরের তালা ভাঙার চেষ্টা করছিল। এসময় হবি বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। এরপর তারা কাঠের লাঠি দিয়ে হবির মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। হবি প্রায় ২৭ বছর ধরে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, দুর্বৃত্তদের কাঠের লাঠির আঘাতে হবি ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।




















