০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

রাজধানীর সড়ক দুর্ঘনায় নিহত ১

রাজধানীতে বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি তাঁর ছেলে সাইফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার শফিকুল ইসলাম সপরিবারে টঙ্গীর দত্তপাড়া এলাকায় থাকেন। এদিন রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সপরিবারে ঢাকায় আসছিলেন।

দুর্ঘটনার সময় স্ত্রী, ছেলে ও শিশুকন্যাকে নিয়ে তিনি ফ্লাইওভারের উপর বাস থেকে নামেন। ঠিক তখনি আরেকটি দ্রুতগতির বাস তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে বাবা শফিকুল ইসলাম মারা যান।

ওদিকে মা-মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা আশঙ্কামুক্ত হলেও ছেলে সাইফুল ইসলাম এখনো শঙ্কামুক্ত নন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

রাজধানীর সড়ক দুর্ঘনায় নিহত ১

প্রকাশিত : ০৯:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি তাঁর ছেলে সাইফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার শফিকুল ইসলাম সপরিবারে টঙ্গীর দত্তপাড়া এলাকায় থাকেন। এদিন রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সপরিবারে ঢাকায় আসছিলেন।

দুর্ঘটনার সময় স্ত্রী, ছেলে ও শিশুকন্যাকে নিয়ে তিনি ফ্লাইওভারের উপর বাস থেকে নামেন। ঠিক তখনি আরেকটি দ্রুতগতির বাস তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে বাবা শফিকুল ইসলাম মারা যান।

ওদিকে মা-মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা আশঙ্কামুক্ত হলেও ছেলে সাইফুল ইসলাম এখনো শঙ্কামুক্ত নন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।