নওগাঁর রাণীনগরের পর এবার সাপাহারে ৪১ বছর বয়সী আরও একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। তবে তার শরীরে আক্রান্ত হওয়ার কোনো ধরনের উপসর্গ ছিলো না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা থেকে আসা আক্রান্ত ওই রোগীর বাড়ি সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামে।
নওগাঁর সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আক্রান্ত রোগী তার স্ত্রীর চিকিৎসা শেষে তিনদিন আগে ঢাকা থেকে ফিরলে তার নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন, তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হয়েছে এবং তার বাড়ি সহ আশপাশের বাড়ি লগডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ, গত ২৩ এপ্রিল জেলার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নার্সের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এখন নওগাঁয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই জন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















