লালমনিরহাটে করোনায় আক্রান্ত প্রথম দুজন সুস্থ।নতুন করে পরিক্ষা করে দুএকদিনের মধ্যে তাদের ছেড়ে দেয়া হবে।তারা দুজন বাবা ছেলে।বাবা নারায়নগঞ্জ থেকে ফেরার পর করোনায়ভাইরাস(কোভিড-১৯) অাক্রান্ত হন।সে আক্রান্তের পরে তার ৭ বছরের ছেলেও আক্রান্ত হয়।এখন তারা সুস্থ।
বুধবার(২৮ এপ্রিল) নতুন করে লালমনিরহাটে করোনায় আক্রান্ত হন।তার গত ২৩ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়।
গাজীপুর ফেরত এই ব্যক্তি প্রথমে মোবাইল ফোনে চিকিৎসা নেয়ার চেষ্টা করে।তারপর স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠায়।আজ তার রিপোর্ট পজেটিভ অাসে।সে লালমনিরহাট জেলার অাদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে বাসিন্দা।
সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বিজনেস বাংলাদেশকে বলেন,আগের দুজন প্রথম থেকেই সুস্থ ছিল।এখনও সুস্থ,হাটচলা করছে।নতুন করে তাদের পরিক্ষার পরে বাড়ি পাঠানো হবে।
আজকে যে আক্রান্ত হল,সেও সুস্থ।হাটচলা করছে।তাকে আদিতমারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে অাইসোলেসনে রাখা হবে।
ফারুক আ লম,অদিতমারী,,লালমনিরহাট, ০১৭১৪৮৬১৭০৬
নোট:আক্রান্ত ব্যক্তির নাম মোঃ আবু কাশেম,পিতাঃমোঃ খাজা মিয়া,গ্রাম পূর্ব দৌলজোড়,ইউনিয়নঃ সাপ্টিবাড়ী, উপজে লা আদিতমারী,জেলা লালমনিরহাট।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















