ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন। কোলন ক্যান্সারের কাছে হার মেনে মাত্র ৫৪বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান তিনি।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।
উল্লেখ্য, ইরফান ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি ভারতের জয়পুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং তেলেগু ছবিতে কাজ করেন। তিনি ২০১২ সালের মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডার ম্যান অভিনয় করে প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি হলিউডের সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড এ দারুণ অভিনয় করেন।
বিজনেস বাংলাদেশ/বাবুল




















