২৪ ডিসেম্বর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।
ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ভারত-নেপালের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ।
যদিও প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের সামনে ফাইনাল ছিল অনেকটাই উম্মুক্ত দুয়ার। পরের ম্যাচে নেপাল জিতলে একটু সমীকরণ মেলানোর অপেক্ষায় থাকতো হতো লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু নেপাল দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি ভারতের কাছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে নেপালের জালে ১০ গোল দিয়ে ফাইনালে উঠেছে ভারত। নেপালের হারে বাংলাদেশেরও ফাইনাল নিশ্চিত।
ফাইনালের আগে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে। বৃহস্পতিবার এ ম্যাচটি শুধুই মর্যাদার। হার-জিত গুরুত্বপূর্ণ না হলেও এ ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন।


























