বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে বর্তমানে অন্যবদ্য এক নাম। কিন্তু তিনি ভারতীয়দের অনুপ্রেরণা হতে পারেন না বলে মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ পান্নালাল সাকিয়া।
ইতালিতে জাঁকজমকপূর্ণ বিয়ে। হনিমুন রোম এবং ফিনল্যান্ডে। বিদেশে আড়ম্বরে বিয়ে করায় বিরাটের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘‘বিরাট দেশের হয়ে খেলেই সমস্ত অর্থ এবং খ্যাতি অর্জন করেছেন। স্বয়ং ভগবান রাম এবং শ্রীকৃষ্ণ এদেশে বিয়ে করেছিলেন। আর বিরাট ইতালিতে বিয়ে করেছেন। বিরাটকে কোনভাবে প্রকৃত দেশপ্রেমিক বলা যায় না।’’
তিনি আরো বলেন, কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণা বিরাট হতে পারেন না। যারা দেশের প্রতি দায়বদ্ধ এবং অনুগত তারাই কেবলমাত্র বাকিদের কাছে অনুপ্রেরণা হওয়ার যোগ্যতা রাখেন। এই কাজের জন্য দেশের যুব সমাজের উচিত তাকে এড়িয়ে চলা।
কোহলির পাশাপাশি অনুশকারও তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, ‘ইতালির নৃত্যশিল্পীরা ভারতে এসে কোটিপতি হয়ে যান। আর বিরাট কোহলি ইতালিতে বিয়ে করে দেশের সম্পদ বিদেশে বিলিয়ে দিয়ে এসেছেন।’’ মধ্যপ্রদেশের গুনায় প্রধানমন্ত্রীর ‘স্কিল ইন্ডিয়া সেন্টার’র উদ্বোধনে এসে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।


























