০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ইভিএম কেন্দ্রে এগিয়ে লাঙল প্রতীক

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ করা একমাত্র কেন্দ্রের ফল পাওয়া গেছে। ভোটগ্রহণের এক ঘণ্টার মধ্যেই রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম।

তিনি জানান, এই কেন্দ্রে ভোট পড়েছে ৬১.৭২ শতাংশ। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পেয়েছেন ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শরফ উদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৩৩৪ ভোট। বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীকের কাওসার জামান বাবলা পেয়েছেন ১১৭ ভোট।

২৫ নম্বর ওয়ার্ডের এই ইভিএম কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ হাজার ৯৬০ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৭০, নারী ১ হাজার ৪৯০ জন।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ইভিএম কেন্দ্রে এগিয়ে লাঙল প্রতীক

প্রকাশিত : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ করা একমাত্র কেন্দ্রের ফল পাওয়া গেছে। ভোটগ্রহণের এক ঘণ্টার মধ্যেই রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম।

তিনি জানান, এই কেন্দ্রে ভোট পড়েছে ৬১.৭২ শতাংশ। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পেয়েছেন ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শরফ উদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৩৩৪ ভোট। বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীকের কাওসার জামান বাবলা পেয়েছেন ১১৭ ভোট।

২৫ নম্বর ওয়ার্ডের এই ইভিএম কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ হাজার ৯৬০ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৭০, নারী ১ হাজার ৪৯০ জন।