০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নেইমারকে রিয়ালে চান না জিদান!

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বিশ্বসেরা একজন ফুটবলার। তাকে পেতে চায় বিশ্বের নামি-দামি ক্লাবগুলো। প্রায় বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা যে নেইমার নাকি খুশি নন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। এর আগেও আলোচনা শুরু হয় যখন ব্রাজিলের বাবা নেইমার সিনিয়র কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনোর সঙ্গে। আসলে বিশ্বের সেরা ট্রান্সফার মানি নিয়ে দলবদল হলেও ফ্রেঞ্চ জায়ন্টদের সঙ্গে মানিয়ে নিতে পারেননি সাম্বা তারকা।

বার্সেলোনায় যেভাবে মেসি-সুয়ারেজরা তাকে নিজের করে নিয়েছিলেন প্যারিসে সেটা পাননি। স্পেনের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্কে যতি চিহ্ন দিয়ে চলে গেলেও আবার স্পেনই তাকে টানছে। ১৯৮ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ক্লজ থাকলেও মুক্তির উপায় খুঁজছেন নেইমার।

স্প্যানিশ গণমাধ্যমগুলো শক্তভাবেই দাবি করে আসছিল রিয়ালেই যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এ তারকা।

তকে ইংলিশ গণমাধ্যম ডেইলি সানের প্রতিবেদন জানিয়েছে অন্যরকম তথ্য। এতে বলা হয়েছে, রিয়াল কোচ জিনেদিন জিদান নাকি পরিষ্কার ভাবে টিম ম্যানেজমন্টকে জানিয়ে দিয়েছেন, তিনি ব্রাজিলের তারকাকে দলে চান না। আর কারণ হিসেবে ড্রেসিংরুমের শান্তি বিঘ্নিত হবার বিষয়টিই সামনে এনেছেন।

নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আর্জেন্টাইন তারকা মেসি’র সঙ্গে যেহেতু সিআরসেভেনের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে তাই নেইমার একই দলে এলে পরিস্থিতি বিপাকে চলে যেতে পারে।

এদিকে গ্যারেথ বেলের ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সেই জায়গায় রিয়াল ম্যানেজমেন্ট ভীষণভাবে চাইতে পারে যে নেইমার সেই জায়গায় আসুন। তবে এটা রুখতেই উঠে পড়ে লেগেছেন রিয়াল কোচ।

পিএসজি তে যোগ দিয়েই উরুগুয়ান তারকা এডিসন কাভানি ও কোচ উনাই এমেরির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পিএসজি তারকা।

এই মুহূর্তে ফ্রেঞ্চ লিগে এক নম্বরে রয়েছে পিএসজি। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে তাদের। ১৩টি লিগের ম্যাচে ৯ টি গোলে ও ৭টি অ্যাসিস্ট বাহবা যোগ্য পারফরম্যান্স।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

নেইমারকে রিয়ালে চান না জিদান!

প্রকাশিত : ০৬:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বিশ্বসেরা একজন ফুটবলার। তাকে পেতে চায় বিশ্বের নামি-দামি ক্লাবগুলো। প্রায় বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা যে নেইমার নাকি খুশি নন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। এর আগেও আলোচনা শুরু হয় যখন ব্রাজিলের বাবা নেইমার সিনিয়র কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনোর সঙ্গে। আসলে বিশ্বের সেরা ট্রান্সফার মানি নিয়ে দলবদল হলেও ফ্রেঞ্চ জায়ন্টদের সঙ্গে মানিয়ে নিতে পারেননি সাম্বা তারকা।

বার্সেলোনায় যেভাবে মেসি-সুয়ারেজরা তাকে নিজের করে নিয়েছিলেন প্যারিসে সেটা পাননি। স্পেনের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্কে যতি চিহ্ন দিয়ে চলে গেলেও আবার স্পেনই তাকে টানছে। ১৯৮ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ক্লজ থাকলেও মুক্তির উপায় খুঁজছেন নেইমার।

স্প্যানিশ গণমাধ্যমগুলো শক্তভাবেই দাবি করে আসছিল রিয়ালেই যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এ তারকা।

তকে ইংলিশ গণমাধ্যম ডেইলি সানের প্রতিবেদন জানিয়েছে অন্যরকম তথ্য। এতে বলা হয়েছে, রিয়াল কোচ জিনেদিন জিদান নাকি পরিষ্কার ভাবে টিম ম্যানেজমন্টকে জানিয়ে দিয়েছেন, তিনি ব্রাজিলের তারকাকে দলে চান না। আর কারণ হিসেবে ড্রেসিংরুমের শান্তি বিঘ্নিত হবার বিষয়টিই সামনে এনেছেন।

নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আর্জেন্টাইন তারকা মেসি’র সঙ্গে যেহেতু সিআরসেভেনের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে তাই নেইমার একই দলে এলে পরিস্থিতি বিপাকে চলে যেতে পারে।

এদিকে গ্যারেথ বেলের ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সেই জায়গায় রিয়াল ম্যানেজমেন্ট ভীষণভাবে চাইতে পারে যে নেইমার সেই জায়গায় আসুন। তবে এটা রুখতেই উঠে পড়ে লেগেছেন রিয়াল কোচ।

পিএসজি তে যোগ দিয়েই উরুগুয়ান তারকা এডিসন কাভানি ও কোচ উনাই এমেরির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পিএসজি তারকা।

এই মুহূর্তে ফ্রেঞ্চ লিগে এক নম্বরে রয়েছে পিএসজি। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে তাদের। ১৩টি লিগের ম্যাচে ৯ টি গোলে ও ৭টি অ্যাসিস্ট বাহবা যোগ্য পারফরম্যান্স।