রংপুর সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের পর এখন ভোট গণনা চলছে। বেসরকারিভাবে সবশেষ ৬৮টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রের ঘোষিত ফলাফলে এখন পর্যন্ত মেয়র পদে বিজয়ের দৌঁড়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তফাজিার রহমান মোস্তফা।
১৯৩টি কেন্দ্রের মধ্যে এখনপর্যন্ত ঘোষিত ৬৮টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ৫৫২৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ২১২৯৫ এবং ধানের শীষ প্রতীকে কাওছার জামান বাবলা পেয়েছেন ১০৫৮৯টি ভোট।
বৃহস্পতিবার (২১ ডিসম্বের) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নয় ঘন্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটার পর শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা। রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাত জন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।




















