০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

জার্মানিকে বর্ষসেরা দলের মুকুট দিলো ফিফা

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
  • 139

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করায় জার্মানিকে বর্ষসেরা দলের মুকুট দিলো ফিফা।

গত বৃহস্পতিবার শেষবারের মতো ২০১৭ সালের র‌্যাংকিং প্রকাশ করে। গত এক মাসে মাত্র ৪১টি ‘এ’ মানের আন্তর্জাতিক ম্যাচ খেলায় শীর্ষে খুব একটা পরিবর্তন আসেনি। ইয়োখহেইম ল্যোভের বিশ্ব চ্যাম্পিয়ন দলেরও নড়চড় হয়নি। ব্রাজিল ও পর্তুগালকে পেছনে রেখে তারাই এক নম্বরে থাকলো।

বর্ষসেরা দলের খেতাব জার্মানি নিলো আর্জেন্টিনার কাছ থেকে। গত বছর শীর্ষে থেকে বছর শেষ করেছিল ২০১৪ বিশ্বকাপের রানার্সআপরা। তার আগের বছর র‌্যাংকিংয়ে সবার উপরে ছিল বেলজিয়াম।

বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের ১০টি জিতে রাশিয়ার মূল পর্ব নিশ্চিত করা জার্মানি গত চার মাস ধরে প্রথম স্থানে। আর গত এক বছরে পয়েন্টে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ডেনমার্কের। বাছাইয়ে দারুণ খেলার পর প্লে অফে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে বিদায় করে বিশ্বকাপের টিকিট পেয়েছে ডেনিসরা।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

জার্মানিকে বর্ষসেরা দলের মুকুট দিলো ফিফা

প্রকাশিত : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করায় জার্মানিকে বর্ষসেরা দলের মুকুট দিলো ফিফা।

গত বৃহস্পতিবার শেষবারের মতো ২০১৭ সালের র‌্যাংকিং প্রকাশ করে। গত এক মাসে মাত্র ৪১টি ‘এ’ মানের আন্তর্জাতিক ম্যাচ খেলায় শীর্ষে খুব একটা পরিবর্তন আসেনি। ইয়োখহেইম ল্যোভের বিশ্ব চ্যাম্পিয়ন দলেরও নড়চড় হয়নি। ব্রাজিল ও পর্তুগালকে পেছনে রেখে তারাই এক নম্বরে থাকলো।

বর্ষসেরা দলের খেতাব জার্মানি নিলো আর্জেন্টিনার কাছ থেকে। গত বছর শীর্ষে থেকে বছর শেষ করেছিল ২০১৪ বিশ্বকাপের রানার্সআপরা। তার আগের বছর র‌্যাংকিংয়ে সবার উপরে ছিল বেলজিয়াম।

বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের ১০টি জিতে রাশিয়ার মূল পর্ব নিশ্চিত করা জার্মানি গত চার মাস ধরে প্রথম স্থানে। আর গত এক বছরে পয়েন্টে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ডেনমার্কের। বাছাইয়ে দারুণ খেলার পর প্লে অফে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে বিদায় করে বিশ্বকাপের টিকিট পেয়েছে ডেনিসরা।