ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে শনিবার ভয়াবহ এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছে।
রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে একটি সেতু থেকে বাসটি ১শ’ ফুট নিচে নদীগর্ভে পড়ে গেলে এসব লোকের প্রাণহানি ঘটে। পুলিশ একথা জানায়।
স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে বানাস নদীতে পড়ে থাকা অর্ধ ডুবন্ত এ বাস থেকে লাশগুলো তুলে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।
জেলা ম্যাজিস্ট্রেট কৈলাশ চন্দ ভার্মা বলেন, ‘আমরা ওই বাস থেকে ৩২ জনের লাশ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছি।’
তিনি জানান, বাসের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে স্টীল কাটার সরঞ্জামাদি নিয়ে জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে।
কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে না পারলেও এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, অপর একটি গাড়িকে অতিক্রম করার চেষ্টাকালে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, দূর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে ভারতে প্রতি বছর দুর্ঘটনায় প্রায় দেড় লাখ লোক প্রাণ হারায়।
























