০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

চিত্রনায়ক আমিন খানের জন্মদিন আজ

আজ চিত্রনায়ক আমিন খানের জন্মদিন। বছরের এই একটি দিনে তিনি কোনো কাজ রাখেন না। এ দিনটিতে তিনি শুধুই পরিবারের জন্য সময় রাখেন। যে কারণে চলচ্চিত্র বা নাটকের শিডিউলও দেন না তিনি এই দিনে। এবারের জন্মদিনেও তাই আমিন খান কোনো শুটিং রাখেননি। নিজের মতো করেই দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি।

আমিন খান বলেন, ‘শুটিংয়ের বাইরে আমি পরিবারকেই সময় দিতে ভালোবাসি। কারণ যত কষ্ট করি সব তো পরিবারের জন্যই। আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানসহ পরিবারের অন্যরা ভালো থাকলেই তো আমি ভালো থাকব। দর্শকের জন্য কষ্ট করে অভিনয় করি, ভালো লাগা-ভালোবাসা থেকে অভিনয় করে যাচ্ছি। দর্শকের ভালোবাসা পাচ্ছি। এ জন্য দর্শকের কাছে কৃতজ্ঞ আমি। কিন্তু দিন শেষে পরিবারের কাছেই ফিরে যেতে হয়। তাই পরিবার সব সময়ই আমার কাছে প্রধান। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’

চিত্রনায়ক আমিন খানের জন্মদিনে ‌‌আজকের বিজনেস বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।

এ দিকে চলচ্চিত্র জীবনের পথচলায় দুই যুগ পার করেছেন আমিন খান। ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। এরপর থেকে আজ অবধি দর্শককে উপহার দিয়ে এসেছেন বহু সমাদৃত চলচ্চিত্র। এরই মধ্যে আমিন খান তার নতুন অভিনীত চলচ্চিত্র মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ -এর শুটিং শুরু করেছেন। পাবনায় এর প্রথম লটের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই আমিন খান এই চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দেবেন।

‘অবতার’ চলচ্চিত্রে আমিন খান একটি মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকের চরিত্রে অভিনয় করছেন। এতে তার সাথে অভিনয় করছেন এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এ দিকে আমিন খান এরই মধ্যে নতুন দু’টি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। নাটক দু’টি হচ্ছে শাহরিয়ার রহমানের ‘সাবধান বাংলাদেশ’ ও আজাদ কালামের ‘বিরোধ’। দু’টি ধারাবাহিকের গল্পই আমিন খানকে ঘিরে আবর্তিত।

আমিন খান বলেন, এর আগে কিন্তু আমি ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। এ দু’টি ধারাবাহিক নাটকের গল্প এবং আমাকে ঘিরে অন্য চরিত্রগুলো ভালো লাগায় দু’টি ধারাবাহিকে অভিনয় করছি। আমি খুব আশাবাদী এ দু’টি ধারাবাহিক নিয়ে। আমিন খান অভিনীত সর্বশেষ প্রচারিত নাটক হচ্ছে রবিউল ইসলাম পরিচালিত ‘ভালোবাসার রংধনু’। এতে তার বিপরীতে ছিলেন ফারহানা মিলি। আমিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার’।

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

চিত্রনায়ক আমিন খানের জন্মদিন আজ

প্রকাশিত : ১২:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭

আজ চিত্রনায়ক আমিন খানের জন্মদিন। বছরের এই একটি দিনে তিনি কোনো কাজ রাখেন না। এ দিনটিতে তিনি শুধুই পরিবারের জন্য সময় রাখেন। যে কারণে চলচ্চিত্র বা নাটকের শিডিউলও দেন না তিনি এই দিনে। এবারের জন্মদিনেও তাই আমিন খান কোনো শুটিং রাখেননি। নিজের মতো করেই দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি।

আমিন খান বলেন, ‘শুটিংয়ের বাইরে আমি পরিবারকেই সময় দিতে ভালোবাসি। কারণ যত কষ্ট করি সব তো পরিবারের জন্যই। আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানসহ পরিবারের অন্যরা ভালো থাকলেই তো আমি ভালো থাকব। দর্শকের জন্য কষ্ট করে অভিনয় করি, ভালো লাগা-ভালোবাসা থেকে অভিনয় করে যাচ্ছি। দর্শকের ভালোবাসা পাচ্ছি। এ জন্য দর্শকের কাছে কৃতজ্ঞ আমি। কিন্তু দিন শেষে পরিবারের কাছেই ফিরে যেতে হয়। তাই পরিবার সব সময়ই আমার কাছে প্রধান। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’

চিত্রনায়ক আমিন খানের জন্মদিনে ‌‌আজকের বিজনেস বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।

এ দিকে চলচ্চিত্র জীবনের পথচলায় দুই যুগ পার করেছেন আমিন খান। ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। এরপর থেকে আজ অবধি দর্শককে উপহার দিয়ে এসেছেন বহু সমাদৃত চলচ্চিত্র। এরই মধ্যে আমিন খান তার নতুন অভিনীত চলচ্চিত্র মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ -এর শুটিং শুরু করেছেন। পাবনায় এর প্রথম লটের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই আমিন খান এই চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দেবেন।

‘অবতার’ চলচ্চিত্রে আমিন খান একটি মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকের চরিত্রে অভিনয় করছেন। এতে তার সাথে অভিনয় করছেন এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এ দিকে আমিন খান এরই মধ্যে নতুন দু’টি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। নাটক দু’টি হচ্ছে শাহরিয়ার রহমানের ‘সাবধান বাংলাদেশ’ ও আজাদ কালামের ‘বিরোধ’। দু’টি ধারাবাহিকের গল্পই আমিন খানকে ঘিরে আবর্তিত।

আমিন খান বলেন, এর আগে কিন্তু আমি ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। এ দু’টি ধারাবাহিক নাটকের গল্প এবং আমাকে ঘিরে অন্য চরিত্রগুলো ভালো লাগায় দু’টি ধারাবাহিকে অভিনয় করছি। আমি খুব আশাবাদী এ দু’টি ধারাবাহিক নিয়ে। আমিন খান অভিনীত সর্বশেষ প্রচারিত নাটক হচ্ছে রবিউল ইসলাম পরিচালিত ‘ভালোবাসার রংধনু’। এতে তার বিপরীতে ছিলেন ফারহানা মিলি। আমিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার’।