১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বুড়িচংয়ে একইদিনে করোনা আক্রান্ত পুলিশ ফাঁড়ির ইনর্চাজসহ ৮জন

কুমিল্লার বুড়িচং উপজেলায় নতুন করে একইদিনে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজসহ ৮জনের করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু নিশ্চিত করে জানান,( ২৪ মে ২০২০)রবিবারে করোনা ভাইরাসে আক্রান্ত ৮জনের রিপোর্ট এসেছে পজিটিভ। বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: সাজ্জাদ হোসেন,আরাগ আনন্দপুর বদির আলম (৫০),সাদকপুর নেয়ামত উল্লাহ (৩৭),কণ্ঠনগর বদিরুজ্জামান (৪০),কন্ঠনগর আনোয়ারা বেগম(৫৭),কণ্ঠনগর কামরুল হাসান (৩৫),কণ্ঠনগর সালমা আক্তার(৩২),হরিপুর তাছলিমা আক্তার। এছাড়াও শুক্রবার উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদ করোনা আক্রান্তত,শনিবার বুড়িচং জরুইন গ্রামের ও বুড়িচং সগরের পল্লী চিকিৎসক ডাক্তার বিল্লাল হোসেন ঢাকা আনোয়ারা হাসপাতালে করোনা উপর্সগ নিয়ে মৃত্যুবরণ করেন।এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে ৩শ অধিক। মোট আক্রান্ত ২৫ জন,সুস্থ হয়েছে ৮ জন।
এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল গিয়ে আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান
ট্যাগ :

বুড়িচংয়ে একইদিনে করোনা আক্রান্ত পুলিশ ফাঁড়ির ইনর্চাজসহ ৮জন

প্রকাশিত : ১১:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
কুমিল্লার বুড়িচং উপজেলায় নতুন করে একইদিনে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজসহ ৮জনের করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু নিশ্চিত করে জানান,( ২৪ মে ২০২০)রবিবারে করোনা ভাইরাসে আক্রান্ত ৮জনের রিপোর্ট এসেছে পজিটিভ। বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: সাজ্জাদ হোসেন,আরাগ আনন্দপুর বদির আলম (৫০),সাদকপুর নেয়ামত উল্লাহ (৩৭),কণ্ঠনগর বদিরুজ্জামান (৪০),কন্ঠনগর আনোয়ারা বেগম(৫৭),কণ্ঠনগর কামরুল হাসান (৩৫),কণ্ঠনগর সালমা আক্তার(৩২),হরিপুর তাছলিমা আক্তার। এছাড়াও শুক্রবার উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদ করোনা আক্রান্তত,শনিবার বুড়িচং জরুইন গ্রামের ও বুড়িচং সগরের পল্লী চিকিৎসক ডাক্তার বিল্লাল হোসেন ঢাকা আনোয়ারা হাসপাতালে করোনা উপর্সগ নিয়ে মৃত্যুবরণ করেন।এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে ৩শ অধিক। মোট আক্রান্ত ২৫ জন,সুস্থ হয়েছে ৮ জন।
এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল গিয়ে আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান