১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মুকসুদপুরে নতুন করে আরো ৩জন করোনার রোগী সনাক্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে আরো নতুন করে ৩জন করোনার রোগী সনাক্ত,মোট ১৪ জন হোম আইসুলেসন চিকিৎসাধীন আছে । মুকসুদপুর হাসপাতালে স্বাস্থ্য ও কর্মকর্তা মাহমুদুর রহমান জানান ২৬ মে মঙ্গলবার ১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এপরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ৩ জনের নমুনায় পজেটিভ সনাক্ত হয়।

একজন পৌরসভার অপর দুজন দিগনগর ইউনিয়ন বাসিন্দা তাদের অবস্থা বেশি অবনতি হলে মুকসুদপুর অস্থায়ী আইসুলেসন সেন্টার (মুক্তিযোদ্ধা ভবনে) রেখে চিকিৎসা প্রদান করা হবে। উপজেলায় করোনা ভারাস সংখ্যা বাড়তে আছে পরিস্থিত কোন দিকে যাবে বলা যাচ্ছে না।এ নিয়ে উপজেলয় মোট ৩৪ জন আক্রন্ত তার মধ্যে২০জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন আছে। উপজেলা প্রশাসানও পুলিশ প্রশাসনের পক্ষে থেকে প্রাত্যকের বাসা বাড়ী লকডাউন করে দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মুকসুদপুরে নতুন করে আরো ৩জন করোনার রোগী সনাক্ত

প্রকাশিত : ১০:০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুরে আরো নতুন করে ৩জন করোনার রোগী সনাক্ত,মোট ১৪ জন হোম আইসুলেসন চিকিৎসাধীন আছে । মুকসুদপুর হাসপাতালে স্বাস্থ্য ও কর্মকর্তা মাহমুদুর রহমান জানান ২৬ মে মঙ্গলবার ১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এপরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ৩ জনের নমুনায় পজেটিভ সনাক্ত হয়।

একজন পৌরসভার অপর দুজন দিগনগর ইউনিয়ন বাসিন্দা তাদের অবস্থা বেশি অবনতি হলে মুকসুদপুর অস্থায়ী আইসুলেসন সেন্টার (মুক্তিযোদ্ধা ভবনে) রেখে চিকিৎসা প্রদান করা হবে। উপজেলায় করোনা ভারাস সংখ্যা বাড়তে আছে পরিস্থিত কোন দিকে যাবে বলা যাচ্ছে না।এ নিয়ে উপজেলয় মোট ৩৪ জন আক্রন্ত তার মধ্যে২০জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন আছে। উপজেলা প্রশাসানও পুলিশ প্রশাসনের পক্ষে থেকে প্রাত্যকের বাসা বাড়ী লকডাউন করে দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ