দেশে প্রাণঘাতি করোনা পরিস্থিত স্বাভাবিক না হওয়ায় ১৫ জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্ধ থাকবে অফিস কার্যক্রমও।
শুক্রবার বিকেলে এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান।
প্রফেসর লুৎফর রহমান আরো বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ১৫জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খোলা থাকবে কি না সে বিষয়ে প্রক্টর বলেন, ১৫ জুন পর্যন্ত সকল কার্যক্রমই বন্ধ থাকবে পরবর্তীতে সরকারী যে নির্দেশনা আসবে সে হিসেবেই বিশ্ববিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, করোনা মহামারী দেশে ছড়িয়ে পড়ায় গত ১৭মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার ধাপে ধাপে ছুটির মেয়ার বৃদ্ধি করার কারণে ছুটির মেয়াদ বাড়ানো হয়। আবারো ১৫ জুন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক