আনোয়ারা উপজেলায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাইয়ুম (৩৫), বরুমচড়া এলাকার ফোরকান উদ্দীন (৩৬), ইছাখালী এলাকার নাজিম উদ্দীন(৩২), কেয়াগড় এলাকার বিপ্লব দত্ত (২৬), বটতলী এলাকার অভিজিত দাস (২৭) , বারখাইন এলাকার শাহীন আলম (৩০), পীরখাইন গ্রামের হেলাল (৪১), ও পশ্চিমচাল এলাকার নিজাম উদ্দীন।
সোমবার (১ জুন) আনোয়ারা থেকে ১৫ জনের নমুনা পাঠানো হলে তার মধ্যে ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে একজন কর্ণফুলী উপজেলার। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মহমুদ বলেন, আনোয়ারায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে অন্যরা উপজেলার স্থায়ী বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৯ জন।
বিজনেস বাংলাদেশ/ইমরান