বুধবার বার্সার অনুশীলনে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অ্যাবডাক্টর মাসলে চোটের কারণে দলীয় অনুশীলনে যোগ দেননি কাতালান অধিনায়ক। জিমেই কাজ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এদিকে ১৩ জুন ফেরার প্রথম ম্যাচে রিয়াল মার্য়োকার বিপক্ষে মাঠে নামবে বার্সা। সেই ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়ে গেছে। এমনটাই জানানো হয়েছে বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে।
বৃহস্পতিবার একদিনের জন্য অনুশীলনে বিশ্রাম দিয়েছে বার্সা। তবে শুক্রবার থেকে পুনরায় অনুশীলন শুরু করবে লা লিগা চ্যাম্পিয়নরা।
ক্লাবটির ওয়েবসাইট জানানো হয়েছে দ্রুতই মেসির ফিটনেস বিষয়ে আপডেট দেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর